আরো...

ঢাকা ইউনিভাসিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম এর উদ্যোগে বৃক্ষ রোপন কমসূচি ২০২১ এর উদ্বোধন

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ঢাকা ইউনিভাসিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম এর উদ্যোগে বৃক্ষ রোপন কমসূচি ২০২১ এর উদ্বোধন

দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাটি স্লোগান নিয়ে ঢাকা ইউনিভাসিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম DuDsf কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপন কমসূচি ২০২১ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ শে জুন-২০২১ খ্রীস্টাব্দ) ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজে বৃক্ষ রোপন কমসূচির আয়োজন করেন। ঢাকা ইউনিভাসিট ধামরাই স্টুডেন্ট স ফোরাম DuDsf কতৃক আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা প্রধান উপদেষ্টা DuDsf সিইও এসোসিয়েট প্রতিষ্ঠাতা পরিচালক গুলসান কমার্স কলেজ ঢাকা।

এতে আরো বক্তব্য রাখেন স্কুল কলেজের শিক্ষকরা শিক্ষক মোঃ আঃ মালেক, আনোয়ার হোসেন মোঃ খলিল মোঃ মামুনুর রশিদ এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান, এশিয়ান টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান বকুল,আনিছুর রহমান স্বপন,কাজী জহিরুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় তিনি পরিবেশের ভারসাম্য ও মানব জীবনে গাছের প্রযোজনীতার বিভিন্ন দিক তুলে ধরেন। অতিথি ছিলেন অন্যতম উপদেষ্টা কাজী জহিরুল ইসলাম মিলন, উপদেষ্টা পদ্মা সেতু রেল লাইন সংযোগ প্রকল্পের চিফ রিসেল্টমেন্ট অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মোত্তালিব আল মমোমিন, উপদেষ্টা আব্দুল আহাদ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন। সঞ্চালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন। এসময় উপস্থিত ছিলেন ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ইসলাম আরিফ, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক একে রনি সদস্য ইমরান হোসেনসহ অন্যান্য সদস্যরা।

ধামরাই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট বাজারের উন্মুক্ত জায়গায় এ গাছের চারা রোপণ পর্যায়ক্রমে করা হবে বলে জানান ফোরামের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button