জেলার খবর

ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রঞ্জন কুমার দাসের এমপি বরাবর ১১টি দাবি

আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রঞ্জন কুমার দাসের এমপি বরাবর ১১টি দাবি

মাননীয় সংসদ সুনামগঞ্জের ৫ ছাতক দোয়ারাবাজার।
(আমার রাজনৈতিক অবিভাবক) আমাদের ছাতক ইউনিয়ন একটি ছোট্ট ইউনিয়ন, আপনার সদয় দৃষ্টি থাকলে মাত্র এক বছরে সকল সমস্যা সমাধান আপনি করতে পারবেন বলে আমার আত্মবিশ্বাস। আপনি ছাতক দোয়ারার উন্নয়নের রুপকার।উন্নয়ন আর জনগণের ভালবাসায় আজ আপনি চার চার বাবের মহান সংসদের সফল এম পি।

মাননীয় সংসদ সদস্য ইউনিয়নের প্রাপ্ত বরাদ্দ দিয়ে ইউনিয়নের সমস্যা সমাধান করা সম্ভব নয়।

তাই ছাতক ইউনিয়নের সমস্যা গুলি আমি তুলে ধরে আপনার দৃষ্টি আকর্ষণ কামনা করছি।

(১)সমস্যা শ‍্যাম পাড়া থেকে কাকুরা নদীতে একটি ব্রিজ স্থাপন করে কাজী হাঠা গ্রামকে আমাদের ইউনিয়নের সাথে সংযোগ করা।

২য় মুক্তির গাঁও, রাত গাঁও, থেকে মুল্লিক পুর মডেল স্কুল পর্যন্ত রাস্তা বায়া ছাতক মডেল স্কুল পর্যন্ত প্রতিটি গ্রামের যোগাযোগের সময় উপযুক্ত রাস্তা করা এবং মডেল স্কুলকে কলেজ পযর্ন্ত রুপান্তরিত করা।এতে করে পড়ালেখার সুগম হবে।

৩য় ছাতক ইউনিয়নের যথাযোগ্য একটি স্হানে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল করা।

হাসপাতাল এর জন্য যথাযথ ভূমি প্রয়োজন রয়েছে। দাতা হিসাবে কেউ থাকলে মোবারাকবাদ। কারনবসত ভুমি না ফেলে আমি নগন্য ভুমি দিতে বদ্ধপরিকর। তবে ইউনিয়ন বাসীর মতামতের ভিতিত্তে।

(৪) আন্ধাইর গ্রামের ফসল রক্ষার ফলে বেরী বাধ এবং বিবির মোকামের রাস্তা সহ মোকাম উন্নয়ন।

(৫) বাউসা মেইন রোড থেকে রনমঙ্গল, তেতরইর তল, পর্যন্ত বায়া বাউসা বাজার পর্যন্ত রাস্তা প্রসস্থ করা।

(৬) রনমঙ্গল সড়ক হইতে চাইরচিরা মেইন রোড বায়া চাইরচিরা মেইন রোড হইতে দক্ষিণাংশে যে রাস্তা বিদ‍্যমান আছে সেই রাস্তা পাকা ও প্রসস্ত করে বাউসা পয়েন্টের মেইন রাস্তায় উন্নয়ন করা।

(৭) বাউসা খালের মেইন রোড হইতে বড়বাড়ী যাওয়ার রাস্তা স্হাপন করা।

(৮) প্রধান কাপন, ধূপনীখোলা ও ছত্রিশ ভাটা মৌজার ফসল রক্ষা বাধ নির্মাণ সহ ক‍্ষকের যাতায়াত ব‍্যবস্থা করা।

(৯) মল্লিক পুর হইতে বাউসা বাজার পর্যন্ত নদী রক্ষার ব‍্যবস্থা করা যা ইতিমধ্যে আমি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল খালিক খাঁন সাহেবের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রণালয়ে আবেদন করেছি এবং আশা করা যায় আপনার সহযোগিতা পেলে অচিরেই বাস্তবায়ন হবে। বর্তমানে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড সরজ৷মিন প্রতিবেদন দিবে তাতে আপনার সহযোগিতা একান্ত কাম‍্য।

(১০)তাছাড়া আমার ইউনিয়নের সতেরটি গ্রামের মুরব্বি ও জনসাধারন কিছু কাজের দাবি দাওয়া রয়েছে তা আমি সরজমিন তদারকি করে জানাবো।

(১১)ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্হানে একটি কারিগরি ট‍্যাকনিকেল স্কুল ও কলেজ স্থাপন করা।

(১২) সর্বোপরি আমার ছাতক ইউনিয়নকে একটা আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসাবে আপনার মাধ্যমে রুপারিন্ত করতে চাই। আমার তথা আমার ইউনিয়ন বাসীর আশা দাবি গুলি পূরণ করিবেন।

ইতি
আপনার নগন‍্যকর্মি।
রঞ্জন কুমার দাস
চেয়ারম্যান প্রার্থী
ছাতক সদর ইউনিয়ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button