অর্থ ও বাণিজ্য

ঈদের আগেই শতভাগ বেতন পাবেন ক’র্মস্থলে উপস্থিত পোশাক শ্রমিকরা।

স্টাফ রিপোট-ঃ

ঈদের আগেই শতভাগ বেতন পাবেন ক’র্মস্থলে উপস্থিত পোশাক শ্রমিকরা। যারা কাজে যোগ দিতে পারেননি তারাও পাবেন ৬৫ শতাংশ।

গত সোমবার (৪ মে) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও ক’র্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধা’ন্ত হয়।

এর আগে এপ্রিলের মজুরি শ্রমিকরা ৬০ শতাংশ মজুরি পাবেন- সরকার মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে এমন সিদ্ধা’ন্ত নেয়া হয়েছিল। কয়েকটি শ্রমিক সংগঠনের এ বেতন বৃ’দ্ধির দাবীর প্রেক্ষিতে নতুন করে আরো ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়। এপ্রিলের মজুরির হিসাব চূড়ান্ত হয়ে যাওয়ায় বর্ধিত মজুরির ৫ শতাংশ শ্রমিকরা মে মাসের মজুরি স’ঙ্গে পাবেন।

সভায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী সংসদ সদস্য শাহ’জাহান খান, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএর সভাপতি এবং সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, তৈরি পোশাক খাতের শী’র্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক।

নিট পোশাক তৈরি ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্ম’দ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা মন্টু ঘোষ, আমিরুল হক আমিন, নাজমা আক্তার, বাবুল আখতার এবং শহীদুল্ল্যাহ শহীদ প্রমুখ বৈঠকে অংশ গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button