হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান সফল করিতে।
মোঃ হৃদয় হোসেন, গজারিয়া প্রতিনিধি-( মুন্সীগঞ্জ)
হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান সফল করিতে।
মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন হোসেন্দি ইউনিয়নে অবস্থিত গজারিয়া থানার সনামধন্য বিদ্যাপিঠ্য হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়।
এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের মুখ তথা গজারিয়ার মুখ উজ্জ্বল করেছেন।তার সুফল সারা বাংলা ভোগ করিতেছে।
যেমন এ বিদ্যালয়েরা কেউ আসেন ডাক্তার,শিক্ষক,জর্জ,ব্যারিস্টার,সাংবাদিক সহ সরকারের উচ্চ পদস্থ বড় বড় কর্মকর্তা, চাকরিজীবি হয়ে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন।এবং তাদের প্রাণের বিদ্যাপিঠের নাম উজ্জ্বল করেছেন।
হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধাপক ডাঃ মাজহারুল ইসলাম তপন ঢাকা মেডিকেল।তিনি বর্তমানে সারা বাংলাদেশের রক্ত সঞ্চালন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করিতাছেন।
তারি এক মহৎ উদ্দেশ্যের বাস্তব রুপদিতে প্রাক্তন শিক্ষর্থীদের নিয়ে তিনি তৈরি করেছেন উজ্জীবিত ফাউন্ডেশন।যার মাঝে স্থান পবে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টা কাল থেকে সকল প্রাক্তন শিক্ষর্থীবৃন্দ।
উজ্জীবিত ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ মাজহারুল হক তপন। তাই এই উজ্জীবিত ফাউন্ডেশনের ব্যানারের আদলে
হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের১৯৯০ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণৃমিলনী অনুষ্ঠান সফল করিতে গতকাল১৮/০৯/২০২০ইং রোজ শুক্রবার বিকেল ৪টায়
১৯৯০ সালের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে নারায়ণগঞ্জের জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে।সে বিদ্যালেয়ের বর্তমান প্রধান শিক্ষক হলেন, হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের,উজ্জীবিতফাউন্ডেশনের ১৯৯০ সন ব্যার্চ এর প্রাক্তন শিক্ষার্থী আবদুল হালিম সরকার।
আবদুল হালিম সরকার সহ সেখানে ৯০ ব্যার্চ এর মমিনুল হক, শামসুল আলম খোকা, জাকারিয়া আববাসি,জাবেদ হোসেন,মহিউদ্দিন, মোয়াজ্জেম হোসেন, হারুন অর রশিদ মিলন, মো হোসেন, আমজাদ, রমজান, রমজান মোল্লা, পলি,হাসান, মাইনু, আরো অনেকে উপস্থিত ছিলেন।
সে সময় উজ্জীবিত ফাউন্ডেশন সদস্যদের মাঝে পূর্ণমিলনীর দিন রেজিষ্ট্রেশন এর অগ্রগতি, করনীয়, সফলতার জন্য সহযোগিতা, পরবর্তী করনীয় বিষয়ে আলোচনা হয়েছে।