প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাঁশখালীতে কোভিড-১৯ গণটিকা কর্মসূচি পালিত
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাঁশখালীতে কোভিড-১৯ গণটিকা কর্মসূচি পালিত
মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিবস উপলক্ষে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রত্যেক ইউনিয়নে কোভিড-১৯ এর গন ভ্যাকসিন প্রদান করা হয়। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে এবারের গনটিকা কর্মসূচিতে উপজেলার প্রত্যেক ইউনিয়নে ১৫ শত করে সিনোফার্মার ভ্যাকসিন প্রদান করা হয়।
২৮ সেপ্টেম্বর’২১ ইং বাঁশখালীর ৯ নং গন্ডামারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিবস উপলক্ষে গনটিকা প্রদান কর্মসূচির প্রথম ডোজের কার্যক্রম উদ্বোধন করেন গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন গন্ডামারা ইউপি’র প্যানেল চেয়ারম্যান-২ ও ৫ নং ওয়ার্ড ইউপিএম কামাল উদ্দিন সিকদার, ইউপি সচিব জাহাঙ্গির আলম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হারুনর-রশিদ, এসএস পাওয়ার প্ল্যান্ট পুলিশ ফাঁড়ির সহ: ইনচার্জ আখ্য রাখাইন। বড়ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মাস্টার আবুল বশরকে টিকা প্রদানের মাধ্যমে এ গনটিকা কর্মসূচির উদ্বোধন করা হয়।
গনটিকা কর্মসূচি উদ্বোধনকালে চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী বলেন, জনগনের অসুবিধা ও সময়ের গূরুত্ব বিবেচনায় ইউনিয়নের ৩ টি জোনে বিভক্ত করে সবাইকে ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে সুশৃংখলভাবে দারুন উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ এ টিকা গ্রহন করছে। চেয়ারম্যান লেয়াকত আলী সকাল থেকে ইউনিয়নের প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে নিজে গিয়ে গনটিকা প্রদান কর্মসুচি তদারক করতে দেখা গেছে। কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের ব্যাপারে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হলেও আগ্রহী অনেককেই সীমিত সংখ্যক ভ্যাকসিনের কারনে টিকা গ্রহন ছাড়াই ফেরত যেতে হয়েছে।
এসময় চেয়ারম্যান লেয়াকত আলী সবাইকে আশ্বস্থ করে বলেন, মন খারাপ করার কোন কারন নেই, সরকার পর্যায়ক্রমে সকল নাগরিককে টিকার আওতায় আনবে, স্বিল্প সময়ের মধ্যেই সবাই টিকা গ্রহন করতে পারবেন বলে আশ্বস্থ করেন। সার্ভারের জ্যামের কারনে অনেক টিকা গ্রহনে আগ্রহীদের নিবন্ধন করতে নিদারুন ভোগান্তির শিকার হয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। আবার অনেকে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে গনটিকা কর্মসূচির মাধ্যমে তৃনমূল পর্যায়ের সর্বস্তরের জনগনের টিকা প্রাপ্তি নিশ্চিত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ঠ কতৃপক্ষের ভূয়শী প্রশংসা করেন। গন্ডামারা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে দুপুর ১২ টার মধ্যেই শতকরা ৮০ ভাগ টিকা প্রদান শেষ হয়ে যায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে টিকা প্রদান কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ হোছাইন। টিকা প্রদান কার্যক্রমে সহযোগিতা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহেদা বেগম, নেজাম উদ্দিন, অপু রানী শীল,,আমেনা বেগম, ইশরাদ জিনিয়া প্রমূখ স্বাস্থ্য কর্মিগন।