জেলার খবর

ছাতক সিমেন্ট কোম্পানির নতুন প্রকল্পে চলছে হরিলুট! একটি চক্র লুটে নিচ্ছে কোটি কোটি টাকা

আব্দুস ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

ছাতক সিমেন্ট কোম্পানির নতুন প্রকল্পে চলছে হরিলুট! একটি চক্র লুটে নিচ্ছে কোটি কোটি টাকা

সুনামগঞ্জ জেলার ছাতক সিমেন্ট কারখানার এমডি এএফ বারীর অদক্ষতার সুযোগে ছাতক সিমেন্ট কারখানার দূর্নিতীবাজ ডিপিডি আব্দুর রহমান বাদশা ও সিবিএ নেতা কুদ্দুসের দূর্নীতির রাম রাজত্বে ধংসের পথে দেশের একমাত্র রাষ্ট্রীয় সিমেন্ট কারখানা।

অভিলম্বে এসব দূর্নিতীবাজদের কবল থেকে আমাদের ঐতিহ্য ছাতক সিমেন্ট কারখানা রক্ষা করতে হবে। ছাতক সিমেন্ট কারখানাকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রুপান্তরের কার্যক্রম বর্তমানে চলছে প্রায় ৯শত কোটি টাকার এ কাজটি নিয়েছে চায়নার নানজিং- সি- হোপ নামের একটি কোম্পানি এরমধ্যে দেশীয় একটা সিন্ডিকেটের মাধ্যমে এসব কাজ পরিচালিত হচ্ছে। চায়না কোম্পানির দো-ভাষী আসাদের মাধ্যমে সি-হোপের কর্মকর্তাকে ম্যানেজ করে কোটি কোটি টাকার কাজ অবৈধভাবে বাগিয়ে নিচ্ছে একটি চক্র।

প্রকল্পের ডিপিডি আব্দুর রহমান বাদশা, জিএম কমার্শিয়াল পাবেল আল মামুন, একাউন্টস অফিসার আতিকুর রহমান, সিবিএ সেক্রেটারি আব্দুল কুদ্দুস, দো-ভাষী আসাদ আহমদ, স্থানীয় হারুন অর রশীদসহ এ চক্রটি অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে নিম্নমানের কাজ করে নতুন প্রকল্পের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যার ফলে এখানে দায়সারা ভাবে প্রকল্পের কাজটি হচ্ছে।

দূর্নিতীবাজ কর্মকর্তা ও সিবিএ নেতা আব্দুল কদ্দুসের দ্রুত অপসারণ দাবি করছেন স্থানীয় সচেতন মহল

এদের হাত থেকে সিমেন্ট কোম্পানিকে রক্ষা করতে আগামী ১১ মার্চ মাননীয় শিল্প মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়দের কাছে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button