ধামরাইয়ে পৌর কাউন্সিলর মোঃ জাকিব হোসেন চৌধুরীর উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
ধামরাইয়ে পৌর কাউন্সিলর মোঃ জাকিব হোসেন চৌধুরীর উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত।
ধামরাই পৌর সভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন চৌধুরী কর্তৃক আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর শোকাবহ ১৫ই আগষ্ট শীর্ষক জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এর পর হাজারো মানুষের মাঝে গণভোজের খাবার বিতরনের মধ্য দিয়ে ধামরাইয়ে জাতীয় শোক দিবস পালিত হয়।
আজ শুক্রবার (২৮শে আগষ্ট-২০২০ খ্রীস্টাব্দ) বিকেলে ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ জাকির হোসেন চৌধুরীর কালিয়াগার বাস ভবনের নিজস্ব চত্তরে ধামরাই পৌর সভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী রহিছ উ জ্জামান সাঈদ এর সভাপতিত্বে শোক সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
আয়োজক পৌর কাউন্সিলর ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন চৌধুরী সহ এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা দেেওয়া আফছার উদ্দিন জিন্নাহ্, ঢাকা জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, , উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, সহ ধামরাই পৌরসভার কাউন্সিলরবৃন্দ, আ’লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এতদ্ অঞ্চলের জনগন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল এর পর অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষের মাঝে আয়োজক ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ জাকির হোসেন চৌধুরীকে নিয়ে গনভোজ খাবার বিতরন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাইয়ের স্হানীয় সাংসদ ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।