মধুপুরে করোনার টিকা কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি-(টাঙ্গাইল)
মধুপুরে করোনার টিকা কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার জন্য মধুপুর পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান এবং উদ্যোক্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন জানান, আগামী ৭ তারিখ থেকে পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ের প্রতিটি ওয়ার্ডে টিকা সেন্টারের মাধ্যমে প্রাপ্ত বয়স্করা টিকা নিতে পারবেন। শুধু জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করেই টিকা নেওয়া যাবে। পরে টিকা গ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সবার নিবন্ধন সম্পন্ন করা হবে।
এসময় মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ. করিম, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) শাহীনা আক্তার, মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুবীনা ইয়াসমিন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।