জেলার খবর

ধামরাইয়ে মুজিববর্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ

ধামরাইয়ে মুজিববর্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

“মুজিব বর্ষের আহবান
লাগাই গাছ বাড়াই বন ”

-মূল প্রতিপাদ্য করে স্বাধীনতার মহান স্হপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে মুজিববর্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সারাদেশে এক কোটি বৃক্ষের চারা জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরন ও রোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৬ই জুলাই) সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গণভবন হতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক বৃক্ষের চারা রোপন কর্মসুচির উদ্বোধনের পরপরই ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্দ্যোগে বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ ও ঔষধি বৃক্ষের ২০৩২৫ চারা রোপন ও বিতরন কর্মসুচির উদ্বোধন করেন সংসদীয় আসন ১৯৩, ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি উপজেলার প্রান্তিক কৃষক সহ ধামরাইয়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ সর্ব সাধারনের মাঝে বিভিন্ন বৃক্ষের চারা বিতরন করেন।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ সামিউল হক,ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা ,ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।

ধামরাই উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ধামরাইয়ের এমপি বেনজীর আহমদের একান্ত সচিব মোঃ বিল্লাল হোসেন, ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করীম রাজা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,স্হানীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button