দিনাজপুরের কাহারোলে ভ্রাম্যমানে তিন জনের কারাদণ্ড
দিনাজপুরের কাহারোলে ভ্রাম্যমান আদালতে তিন জনের কারাদণ্ড হয়েছ। গত ১১ জুন শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এস আই আরিফ এস আই ওয়াহাব এ এস আই মিজান এ এস আই আখেরুজ্জানের নেতৃত্বে সংগীয় ফোজ নিয়ে মাদক সেবন কারী কাহারোল উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ হিরুদ্দিনের পুত্র মোঃ শরিফ(৩০) একই গ্রামের শ্রী গোপেন চন্দ্র রায়ের পুত্র রবিন চন্দ্র রায় (৩২) কে মাদক সেবনের সময় হাতে নাতে ধৃত করে এবং অন্যদিকে একই দিনে উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন এর নয়াবাদ গ্রামের প্রদিপ দাসের পুত্র সন্তোষ দাস (২৫) কে মাদক সেবন কালে আটক করে উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট মনিরুল হাসানের আদালতে পেরন করলে ভাম্যমান আদালতে শরিফ ও রবিন কে মাদক দ্রব্য আইন-৩৬/৫ ধারায় ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং সন্তোষ কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পেরন করেন।