জেলার খবর

যশোরে ইসলামী যুব আন্দোলনের জাতীয় যুব দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত।

আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)

যশোরে ইসলামী যুব আন্দোলনের জাতীয় যুব দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত।

আজ ১ নভেম্বর ২০২০ রবিবার বিকাল ৩ ঘটিকায় ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ কামরুজ্জামান এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোর জেলা কার্যালয় এর সামনে থেকে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি যুব পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে যশোর শহরের প্রানকেন্দ্র দড়াটানা ভৈরব চত্তরে গিয়ে সভাপতির দোয়ার মাধ্যমে শেষ হয়।

সরকারের প্রতি ইসলামী যুব আন্দোলনের আহ্বান

১/সরকারি সকল শূন্যপদে অবিলম্বে নিয়োগ দিতে হবে, নিয়োগ পরীক্ষায় কোন রকম স্বজনপ্রীতি, দুর্নীতি চলবে না।

২/সকল সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার পরীক্ষা ফি বাতিল করতে হবে।

৩/সকল সরকারি-বেসরকারি ব্যাংকের প্রদেয় ঋণের অন্তত ৫% তরুণ উদ্যোক্তাদের বিনাসুদে বরাদ্দ করতে হবে।

৪/তরুণ উদ্যোক্তাদের আইনি কাগজপত্র তৈরিতে প্রতিটি থানায় ও সিটি ‘ওয়ার্ডে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ প্রতিষ্ঠা করতে হবে।

৫/অপ্রাতিষ্ঠানিক চাকরির খাতগুলিকে প্রাতিষ্ঠানিকীয় করন করতে হবে। বেতন ও নিয়োগ বিধি প্রস্তুত করতে হবে।

৬/ব্যাপক শিল্পায়নের লক্ষ্যে অর্থনীতির ধারা পরিবর্তন করে ইসলামী অর্থনীতি প্রবর্তন করতে হবে।

৭/মাদক-পর্ণগ্রাফি/যৌন উস্কানিমুলক সকল কার্যক্রম বন্ধ করতে হবে।

৮/ধর্ষণ রোধে শরীয়াহ আইন প্রয়োগ করতে হবে।

৯/সরকারকে জনবান্ধব ও অন্তর্ভূক্তিমুলক করতে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button