দোয়ারাবাজারে ১২ বসতঘর আগুনে পুড়ে ছাই
দোয়ারাবাজারে ১২ বসতঘর আগুনে পুড়ে ছাই
দোয়ারাবাজারে ১২ টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১২ পরিবারের ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় আগুনের সূত্রপাত হয়। তবে কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে সঠিক ভাবে কেউ বলতে পারছে না।
এলাকাবাসীর সহযোগিতায় ছাতক ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে ১৮ কিলোমিটার ভাঙ্গা সড়ক আসতে আসতে এরমধ্যে ঘরের আসবাবপত্র টিন কাট বাস পুড়ে চাই হয়ে যায়।ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।
ঘর পুড়েছে যাদের তারা হলেন, দোহালীয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের বড় বাড়ির মৃত আব্দুস সবুর মিয়ার ছেলে এমদাদুল হক রুবেল, আক্তার হোসেন, মৌলানা তুফায়েল আহমদ, আব্দুল ওয়াহাবের ছেলে গৌছ মিয়া, সুনু মিয়া, জহির মিয়া, সামছুদদুহার ছেলে আমিনুল হক, উজ্জল মিয়া, ছুরাব উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, ইউনুছ আলীর ছেলে ইকবাল হোসেন, ইসমত আলীর ছেলে আসাদ মিয়া, ইসহাক আলী।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, দোয়ারাবাজার প্রেসক্নাবের কর্য়মরত সাংবাদিক মোঃ আলা উদ্দিন, মোঃ আশিক মিয়া আমানা ট্রেভেল্সের স্বত্তাধিকারী মাওলানা আবুল কালাম আজাদ, দোহালিয়া ইউ/ পির আওয়ামী লীগের সভাপতি নুর মিয়া, আজদুর রহমান আজাদ, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুর হোসেন মো.আব্দুল্লাহ অশুখ কুমার দাস প্রমুখ।
আর বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তৈল, চিড়া, চিনিসহ শুকনো খাবার পরিবারের মাঝে পৌঁছে দেয়া হয়।