লতার শেষকৃত্যে শাহরুখের মোনাজাতের ছবি ভাইরাল ,এক ফ্রেমে দোয়া আর প্রার্থনা.
বলিউড বাদশা শাহরুখ খানের ক্যারিয়ারের সুপারহিট ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘বীর জারা’; প্রায় সব ছবিতেই গান গেয়েছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পি লতা মঙ্গেশকর। প্রতিটি গানই সুপারহিট।
ব্যক্তিগত জীবনেও লতা মঙ্গেশকরের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল শাহরুখের। রোববার (৬ ফেব্রুয়ারি) শিবাজি পার্কে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন কিং খান।
কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। এছাড়াও ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সুরসম্রাজ্ঞীকে শাহরুখ খানের শেষ শ্রদ্ধা জানার খবরটি প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ব্যক্তিগত জীবনে খুবই ধার্মিক শাহরুখ খান। তাঁর ধর্মীয় আচার মেনেই এদিন শেষশ্রদ্ধা জানান তিনি। লতার মরদেহের সামনে শাহরুখকে দেখা যায় তাঁর ধর্মীয় রীতি মেনে ‘দুয়া’ বা প্রার্থনা করতে। শাহরুখের পাশেই দু’হাত জোর করে শ্রদ্ধা জানাতে দেখা যায় অভিনেতার ম্যানেজার পূজা দাদলানিকে। পাশাপাশি দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সুপারস্টারের প্রার্থনার প্রশংসা করেন অনেকেই।
লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানের সেই ‘দুয়া’ নিবেদনের ছবি নেটমাধ্যমে এখন ভাইরাল। সুপারস্টারের প্রার্থনার প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু এর মধ্যেই এক বিজেপি নেতার টুইটে বিতর্ক দানা বাঁধে। অরুণ যাদব নামের ওই নেতা টুইটারে শাহরুখের প্রার্থনার ভিডিও শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুথু ছেটালেন?’
ওই বিজেপি নেতার টুইটারে ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ রয়েছে। তাতে লেখা তিনি হরিয়ানার রাজ্য বিজেপি’র ভারপ্রাপ্ত। অরুণের টুইটে অনেককেই এর পর শাহরুখ বিরোধী মন্তব্য করতেও দেখা যায়। কেউ কেউ এমনও বলেন, লতাকে শ্রদ্ধা জানানোর নামে অসম্মান করেছেন বলিউড সুপারস্টার। শাহরুখ অবশ্য কোনও ছবি বা ভিডিও নিয়েই কোনও মন্তব্য করেননি।
অনেকেই এই ছবি নিয়ে প্রশংসা করলেও কারও কাছে এই ছবি ‘বিতর্কিত’। এক বিজেপি নেতা প্রকাশ্যেই জানতে চাইলেন, প্রার্থনার নামে শাহরুখ সুরসম্রাজ্ঞীকে ‘অসম্মান’ করেননি তো? কারণ তাঁর সন্দেহ, বলিউড অভিনেতা লতার শেষশয্যার সামনে থুথু ছিটিয়েছেন!