আরো...

বগুড়ার সোনাতলায় ৪৯টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলায় ৪৯টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

বগুড়ার সোনাতলায় এবার ৪৯টি পুজা মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আর এই দুর্গোৎসবকে সামনে রেখে সারাদেশের মতো বগুড়ার সোনাতলায়ও প্রতিমা তৈরির শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন।

সোনাতলা উপজেলায় এ বছর ৪৯টি পুজো মণ্ডপগুলিতে পুজোর প্রস্তুতিও চলছে পুরোদমে। এরমধ্যে সোনাতলা পৌরসভায় ৮টি,সদর ইউনিয়নে ৬টি, জোড়গাছা ইউনিয়নে ৯টি,দিগদাইর ইউনিয়নে ১১টি,বালুয়া ইউনিয়নে ৪টি, মধুপুর ইউনিয়নে ৭টি,তেকানীচুকাইনগর ইউনিয়নে ২টি, পাকুল্যা ইউনিয়নে ২টি।

প্রতিমাগুলোতে চলছে শেষ পর্যায়ে মাটির কাজ এরপর মৃত শিল্পীরা ব্যস্ত থাকবেন রং তুলিতে। এ বছরও করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা মেনেই পালন করতে হবে শারদীয় দুর্গোৎসব। চরপাড়া হালদার পাড়া মন্দির কমিটির নেতা শ্রী ধীরেন্দ্রনাথ জানান,পুজা উপলক্ষে মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে অপর দিকে সাজ সজ্জার কাজ চলছে।

উপজেলা উদযাপন কমিটির সভাপতি অসিম কুমার জৈন নতুন বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দিরে মন্দিরে প্রতিমাগুলির মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। পুজোর প্রস্তুতি পুরোদমে চলছে। সম্পাদক দিলীপ গুপ্ত বলেন,এ উপজেলায় মোট ৪৯টি মণ্ডপে দুর্গা পুজো অনুষ্ঠিত হবে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি সহ আমার অফিসরা প্রতিদিন মন্ডব গুলিতে টহল অব্যাহত রেখেছি এবং গ্ৰাম পুলিশরাও টহল অব্যাহত রেখেছে। এবছরেও প্রতিটি পুজা মন্ডবে নিরাপত্তার ব্যবস্থা অব্যহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button