জেলার খবর

ধামরাইয়ে ভ্যাকসিনেসন ক্যাম্পইনের মাধ্যমে ১০ হাজার ২ শত জনকে ভ্যাকসিন টিকা প্রদান

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাইয়ে ভ্যাকসিনেসন ক্যাম্পইনের মাধ্যমে ১০ হাজার ২ শত জনকে ভ্যাকসিন টিকা প্রদান

ঢাকার ধামরাইয়ে কোভিড- ১৯ টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনসনের ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ টায় ধামরাই পৌরসভার মেেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সভাপতিত্বে ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয় ভার্চুয়ালি এ ক্যম্পেইনের শুভ উদ্বোধন করেন।

এ’সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি,এনএনএস-ডিপিএম ডাঃ নন্দলাল সুত্রধর,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুর রিফফাত আরা,ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান পিপিএম সহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ
উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা জানান, সরকারি স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখল ভাবে পৌরসভার বিভিন্ন ওযার্ডের প্রায় ছয় শত ব্যাক্তিকে কোভিড টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান ধামরাই পৌরসভা সহ উপজেলার ১৬টি ইউনিয়নের কেন্দ্রে একযোগে ভ্যাকসিনসনের ক্যম্পেইনের মাধ্যমে মোট ১০ হাজার ২ শত ব্যাক্তিকে ভ্যাকসিন দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকলকে এ টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, সারাদেশের ন্যায় ধামরাই উপজেলায় আজ একযোগে ১৭ টি কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকলকে এ টিকার আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button