প্রযুক্তি

মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান সত্য নাদেলা

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সত্য নাদেলা। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও সত্য নাদেলাকেই এবার নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দিল সংস্থাটি। এতদিন এ দায়িত্বে ছিলেন জন থম্পসন। তার স্থলাভিষিক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক নাদেলা। 

 

২০১৪ সালে স্টিভ বলমারের পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) হোন নাদেলা। দুই দশকের মধ্যে এবারই প্রথম মাইক্রোসফটের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী একই ব্যক্তি হবেন। এর আগে একই সঙ্গে চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। পরে ২০০০ সালে প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে আসেন তিনি। আর চেয়ারম্যান পদ থেকে ছাড়েন ২০১৪ সালে।

এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, নাদেলা নিজের গভীর ব্যবসায়িক জ্ঞান কাজে লাগিয়ে মাইক্রোসফটের জন্য সঠিক কৌশলী সম্ভাবনা তুলে ধরবেন এবং প্রতিষ্ঠানের ঝুঁকি চিহ্নিত করে তা হ্রাসের পন্থা বোর্ডে উপস্থাপন করবেন।

 

২০১৪ সাল থেকে মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নাদেলা। তার নেতৃত্বে পিসি মেকার থেকে কোম্পানিটি ক্লাউড কম্পিউটিংয়ে অগ্রসর হয়েছে গত কয়েক বছরে। এই জগতে নাম লিখিয়ে ২ ট্রিলিয়ন ডলার আয় করেছে মাইক্রোসফট।
সূত্র : খালিজ টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button