ধামরাইয়ে জাতির জনকের জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
রনজিত কুমার পাল ( বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে জাতির জনকের জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
ঢাকার ধামরাইয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিক ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হার্ডিঞ্জ স্কুল ও কলেজে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ই মার্চ -২০২১) সকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে উক্ত কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্হানীয় ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা করোনা যোদ্ধা আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ বিল্লাল হোসেন, ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগ নেতা আমিনুল হাসান গার্নেল সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ ও করোনার টিকা গ্রহণ করতে আসা জনসাধারণ।