মধুপুরের আলোকদিয়ায় অবাধে চলছে পাহাড় কাটা
টাঙ্গাইলের মধুপুরের আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা এলাকার মহিষবাতান ঘাটের উত্তর ও দক্ষিণ পার্শ্ব সহ দক্ষিন লাউফুলার চৌরাস্তা সংলগ্ন এলাকায় রাতের আধারে প্রতিনিয়তই ভেকু দিয়ে অবৈধ ভাবে লাল মাটির উচু পাহাড় কেটে ধ্বংস করছে প্রভাবশালী মাটি ব্যাবসাীরা।
এলাকাবাসীর অভিযোগ দিনের বেলা মাটিব্যাবসায়ীরা মাটি না কেটে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতের আধারে এলাকার প্রভাবশালী মাটি ব্যাবসায়ীরা বিভিন্ন স্হানে ভেকু বসিয়ে বিশাল উচু পাহাড় কেটে ধ্বংস করছে।
এতে প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে অপরদিকে পাহাড়ী এলাকায় পাহাড় ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে। স্হানীয় নাম বলতে অনেচ্ছুক কয়েকজন বৃ্দ্ধ জানান, হাজার বছরের এ পাহাড় কিভাবে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এলাকার প্রভাবশালী মাটি ব্যবসায়ীরা মাটি কেটে বিক্রি করছে তা আমরা বুঝতে পারছিনা। এপাহাড়কাটার দৃশ্য দেখলে আমাদের চোখ দিয়ে পানি এসে যায়। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।