জেলার খবর

আখাউড়ায় ৪৫টি ভূমিহীন পরিবার পেলো জমিসহ পাকা ঘর।

মো. আল আমিন আখাউড়া প্রতিনিধিঃ

আখাউড়ায় ৪৫টি ভূমিহীন পরিবার পেলো জমিসহ পাকা ঘর।

শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আখাউড়া উপজেলা মিলনায়তনে উপকারভোগী ৪৫ টি পরিবারের সদস্যদের হাতে ২ শতাংশ জায়গার দলিল সহ কাগজ পত্র বুঝিয়ে দেয়া হয়। অসহায় এই সকল মানুষগুলোর কাছে এ যেন এক স্বপ্ন।

উপকারভোগীরা জানায়, তারা এতদিন অন্যের বাড়ি অথবা রাস্তার পাশে ঘর তুলে বসবাস করতেন। এখন নিজেদের একটি ঘর পেয়ে তারা খুশিতে আত্মহারা। জমির মালিকানাসহ ঘর পাওয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। যতদিন বেঁচে আছেন তার জন্য দোয়া করবেন তারা।

এসময় আখাউড়ায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব এ বি এম আজাদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুল রহমান,আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম ,আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌরসভা মেয়র জনাব তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল,পৌর যুবলীগের সভাপতি মনির খান,সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button