সেনবাগে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
ফেনী-সোনাইমুড়ী সড়কে নিজ বাড়ির পাশে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত বেলাল হোসেন তালুকদার (৪০) শুক্রবার দুপুর ১টায় চট্টগ্রাম ট্রিটমেন্ট ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।
বেলাল সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের তালুকদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা মৃত রুহুল আমিনের পুত্র।মৃত্যুকালে তিনি মা,স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাত ভাই ইয়াছিন তালুকদার।
বুধবার রাত সাড়ে ৮টার সময় ওই সড়কটিতে পায়ে হেঁটে নিজ বাড়ির ফেরার সময় বাড়ির পাশেই অজ্ঞাত যানবাহন পেছন থেকে বেলালকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়,এতে তার মাথার পেছনের দিক ফেটে যায়।এ সময় কয়েকটি সিএনজি ওই পথে যাওয়ার সময় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত প্রথমে সেনবাগ সরকারী হাসপাতালে ও পরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শুক্রবার সন্ধ্যা ৭টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।