আখাউড়ায় অসুস্থ বাবাকে নিয়ে বিপাকে দরিদ্র অটোরিকশা চালক সৈকত,সাহায্যের আবেদন।
মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
আখাউড়ায় অসুস্থ বাবাকে নিয়ে বিপাকে দরিদ্র অটোরিকশা চালক সৈকত,সাহায্যের আবেদন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের নারায়নপুর গ্রামের মোঃহেলাল মিয়া (৩০)পেশায় একজন অটোরিকশাচালক বিগত নয় মাস পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন তিনি।পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে ডাক্তার জানায় সে স্ট্রোক করেছে এবং তার হার্ট ব্লক হয়ে আছে অস্ত্রোপচার করে রিং বসাতে হবে। চিকিৎসার খরচ মেটাতে না পেরে অবশেষে বাড়িতে চলে আসে হেলাল ও তার পরিবার।
অসুস্থ হেলাল মিয়ার ছেলে সৈকত(১৪)জানান বাবার কোন জায়গা সম্পত্তি নেই শুধু একটি অটোরিকশা ছিল আমি অটোরিকশা টি চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। একদিন কয়েকজন লোক আমাকে বলে কসবা দিয়ে আসার জন্য কসবা যাওয়ার পর আমার অটোরিকশাটি তারা ছিনতাই করে নিয়ে যায়।
অবশেষে বাড়িতে এসে ভাড়া নিয়ে অটোরিকশা চালাতাম কিন্তু সে পথ এখন বন্ধ হয়ে গেছে আখাউড়া উপজেলা প্রশাসন থেকে আমাকে নিষেধ করেছে আমার বয়স ১৮ বছরের নিচে থাকায় অটোরিকশা যেন আর না চালায়। বর্তমানে আমার মা অন্য মানুষের বাড়িতে কাজ করে ৫০ টাকা ১০০ টাকা নিয়ে আসে কিন্তু ওই টাকা দিয়ে আমার পরিবার চলেনা আমার বাবার ঔষধের খরচ এখন আমরা বহন করতে পারছি না নিরুপায় হয়ে মানুষের কাছে হাত পাতা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের সাহায্য করেন আমরা যেন বাবার চিকিৎসা করতে পারি।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোঃ হেলাল মিয়া
বিকাশ পার্সোনাল:01999175760