আবহাওয়া
দুই বছর পর (২৬ মে ২০২১) রোজ বুধবার এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী
বিজয় চন্দ্র সরকারঃ
দুই বছর পর (২৬ মে ২০২১) রোজ বুধবার এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী
এদিন চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গেই রাতের আকাশে দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’।
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ পৃথিবীতে গ্রহণ আরম্ভঃ দিবা ৩.৪৫ মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভঃ ৫.০৯ মিনিট। গ্রহণ সমাপ্তি (মোক্ষ) সন্ধ্যা ৬.৫৩ মিনিট।
পঞ্জিকামতে ২৬ মে বুধবার বাংলাদেশে চন্দ্রোদয় বিকাল ৬.৩০মিনিট। সেঅর্থে, আমাদের ৬.৩১ থেকে ৬.৫৩ মিঃ পর্যন্ত গ্রহণ মানতে হবে। যেহেতু বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হবে বিকাল ৫.০৯ মিনিটে ও চন্দ্রোদয় হবে বিকাল ৬.৩০ মিনিটে। সেহেতু, আমাদের চন্দ্রোদয়ের পর থেকেই গ্রহণ পালন করতে হবে৷ অর্থাৎ, বিকাল ৬.৩১ মিনিট থেকে ৬.৫৩ মিনিট পর্যন্ত (২২ মিনিট) গ্রহণ মান্য করতে হবে।
তথ্যসুত্রঃ নবযুগ পঞ্জিকা, পৃষ্ঠা ২৬৯.