জেলার খবর

সেনবাগে গৃহহীনদের মাঝে ভূমি দলিল ও ঘরের চাবি হস্তান্তর।

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

সেনবাগে গৃহহীনদের মাঝে ভূমি দলিল ও ঘরের চাবি হস্তান্তর।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার একটি পরিবারও থাকবেনা গৃহহীন” মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৬৬,১৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩,৭১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পূনর্বাসনের শুভ উদ্বোধন করেন।

তারই আলোকে সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার,সহকারী কমিশনার(ভূমি) ক্ষেমালিকা চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির,নোয়াখালী জেলা পরিষদ সদস্য রেজিয়া আক্তার বকুল,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম সুলতানা,সেনবাগ থানা অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা।এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোরশেদ আলম সহ অতিথিবৃন্দ ৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।প্রথম ধাপে যারা পেলেন তারা হলেন, ৭নং মোহাম্মদপুর ইউপির বেলাল হোসেন,নাজমা আক্তার,৬নং কাবিলপুর ইউপির আবুল খায়ের,রাহেলা বেগম,নুর নাহার বেগম,৪নং কাদরা ইউপির লুৎফুন নাহার,আবদুল মান্নান,৫নং ইউপির রহিমা খাতুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button