জেলার খবর

পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের কাতারে মানব দরদী চেয়ারম্যান এনামুল।

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের কাতারে মানব দরদী চেয়ারম্যান এনামুল।

শুধু বিপদে- আপদে নয়।আনন্দ উৎসবে দলমত, ধর্মবর্ণ সকল ভেদাভেদ ভুলে যিনি জনতার মাঝে নিজেকে বিলিয়ে দেন তিনি আর কেউ নন তিনি হলেন মানব দরদী বিপদের বন্ধু, অসহায় মানুষের সহায়ক পাইকগাছার সোলাদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম এনামুল হক।

সোলাদনা ইউনিয়নে বার বার নির্বাচিত মানব রুপী দেবতা যেন চেয়ারম্যান এস এম এনামুল হক। তিনি অসুস্থ থাকার পরও শারদীয় দুর্গাপূজায় ইউনিয়নের প্রতিটা দুর্গামন্দিরে পরিদর্শণে যেয়ে জানিয়ে দিলেন শত বিপদের মাঝেও তিনি যেমন তাদের মাঝে ছিলেন, তেমনই আছেন ও থাকবেন।

খোঁজ নিলেন সার্বিক বিষয়ে ও হাত বাড়িয়ে দিলেন ব্যক্তিগত অনুদানের। সনাতন ধর্মাবলম্বীরা তাকে কাছে পেয়ে বসালেন দেবতার আসনে।

২৩ ও ২৪ অক্টোবর ঘুরে বেড়ালেন এ মন্দির থেকে সে মন্দিরে।প্রতিশ্রতি দিলেন দীঘা গ্রামে একটি মন্দির করার। এ সময় তার সাথে ছিলেন, ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, আবুল কাসেম। সরদার, অশেষ কুমার ঢালী, প্রনব, রকি বিশ্বাস, কিশোর কুমার, প্রশান্ত কুমার মন্ডলসহ অধিকাংশ ইউপি সদস্যবৃন্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button