পাইকগাছায় ও কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালত আলুর দাম বৃদ্ধির অভিযোগে ৩ আড়ত ব্যাবসায়ীকে জরিমানা।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় ও কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালত আলুর দাম বৃদ্ধির অভিযোগে ৩ আড়ত ব্যাবসায়ীকে জরিমানা।
কোনভাবেই আলুর দাম খুচরা ৩০ ও পাইকারি ২৫ টাকার উপরে বিক্রি করা যাবে না। সরকার নির্ধারিত এমন নির্দেশনার পর
বৃহস্পতিবার দুপুরে খুলনার পাইকগাছা ও উপজেলার সর্ববৃহৎ মোকাম কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরাফাতুল আলম।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ আড়ত ব্যাবসায়ী যথাক্রমে শেখ জাকির হোসেনকে ৩ হাজার, অসিত দে ৩ হাজার ও গফ্ফার গাজীকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।
পরে তিনি কপিলমুনি বাজারের খুচরা দোকানে গিয়ে সরকার নির্ধারিত মুল্যে ক্রয় ও বিক্রয় সংক্রান্তে সতর্ক বার্তা জারি করেন। এবং প্লাস্টিকের বস্তা বর্জন করে তদস্থলে চটের বস্তা ব্যাবহারে তাগিদ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় থানা পুলিশ ও আনসার সদস্য সমন্বয়ে যৌথ টিম উপস্থিত ছিলেন।