নোয়াখালীর সেনবাগে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়ায় একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত হন।করোনায় সংক্রমতিরা হচ্ছে ছাতারপাইয়া ইউপির পশ্চিম ছাতারপাইয়া গ্রামের ওলি কোম্পানি বাড়ির মর্জিনা আক্তার (৪০),ফিরোজা আক্তার (৩৫), তৈহিদুল ইসলাম পাপ্পু (২৫),রিনা সুলতানা নুপুর (২২) ও রফিকুল ইসলাম (১৮)।এর আগে ঈদের আগের দিন ওই পরিবারের ওলি মিয়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করে।কিন্তু তারা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি না জানিয়ে গোপনে লাশ দাফন করে পেলে।পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে (২৮ মে) বৃহস্পতিবার মৃত ওলি মিয়ার পরিবারের সদস্যদের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে প্রেরণ করে।এরপর শুক্রবার রাতে নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাব থেকে ওই ৫ জনের করোনা পজেটিভ বলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানালে তারা শনিবার সকালে ওই বাড়িটি লক ডাউন ঘোষণা করে এবং পরিবারের ৫ সদস্যকে হোম আইসোলেশন ঘোষণা করে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান।এ নিয়ে সেনবাগে মোট ৩১জন করোনায় আক্রান্ত হল।