মনিরামপুরে অভাবের তাড়নায় তৃতীয় শ্রেণীর এতিম শিশু রানা ভিক্ষুক।
আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)
মনিরামপুরে অভাবের তাড়নায় তৃতীয় শ্রেণীর এতিম শিশু রানা ভিক্ষুক।
যশোর জেলার মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত আমিনুর রহমানের পুত্র মোঃ রানা ইয়াছিন কে পথে পথে দ্বারে দ্বারে চায়ের দোকানে ভিক্ষা করতে দেখা যায়।
রানা মনিরামপুর উপজেলার শ্যামকুড় ময়নার বাড়ি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। ভিক্ষার বিষয়ে তার কাছে জানতে চাইলে সে বলে আমার বাবা মারা গেছেন মা অসুস্থ বাধ্য হয়ে নিরুপায় হয়ে আমাকে ভিক্ষা করতে হচ্ছে।
শিশু রানা ইয়াছিন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে বলেন আমি পড়ালেখা করতে চাই শিক্ষিত হয়ে চাকরি করতে চাই , কিন্তু দুর্ভাগ্য আমাকে আজ আমাকে পথে নামিয়েছে আজ আমি অভাবের তাড়নায় ভিক্ষা করছি।
যদি সমাজের অর্থ বান বিবেকবান ব্যাক্তি আমার পাশে দাঁড়ান সংসারের খরচ যোগান আমাদের দায়িত্ব নেন, তাহলে আমি পড়ালেখা করতে পারবো পথে পথে দোকানে আর ভিক্ষা করতে হবে না।
মনিরামপুর বাজারের জসিমের চায়ের দোকানে রানা ভিক্ষা করতে এলে ,অনেকে বেশি কথা ও বাজে মন্তব্য করেন। এছাড়াও অন্য এক ভদ্রলোক বলেন আজ যদি আপনার আমার সন্তান এভাবে মানুষের বেশি কথা শুনে ভিক্ষা করতো আপনি আমি এটা কখনই মেনে নিতে পারতাম না। তাই যাদের আল্লাহ পাক ধনসম্পদ দিয়েছেন আসুন আমরা এই সমস্ত অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা কিছু করি।