জেলার খবর

রায়পুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রায়পুর সংবাদদাতা (লক্ষ্মীপুর)

রায়পুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ০১ নং উত্তর চর আবাবিল(বিট নং-১১) বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।

০১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান জনাব শহীদ উল্যা বিএসসির সভাপত্বিতে ও সাংবাদিক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. এ এইচ এম কামরুজ্জামান, পিপিএম-সেবা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার স্পীনা রানী প্রামানিক, রায়পুর থানার ওসি আবদুল জলিল, হায়দরগন্জ ফাঁড়ি থানার পরিদর্শক মোঃ জাহাঙ্গির আলম, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মাইনুদ্দিন মোল্লা, সমাজ সেবক কৌশিক আহাম্মেদ সোহেল প্রমুখ।রায়পুর থানা ও হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। তাই মেঘনা উপকূলী অঞ্চলের বর্ডার এলাকা বাড়তি নিরাপত্তা, জলদশ্যু রোধে, স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ, জঙ্গী, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button