ধামরাইয়ে ২য় ডোজের করোনার টিকা নিলেন পৌর মেয়র ও সিভিল সার্জন সহ এ’পর্যন্ত ১৩২ জন
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে ২য় ডোজের করোনার টিকা নিলেন পৌর মেয়র ও সিভিল সার্জন সহ এ’পর্যন্ত ১৩২ জন
ঢাকার ধামরাইয়ে বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে মানুষকে মুক্ত রাখতে সারা দেশের ন্যায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় ডোজের করোনার টিকা প্রয়োগ অব্যাহত রয়েছে।
আজ শনিবার (১০ এপ্রিল -২০২১ খ্রীস্টাব্দ) ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাক্সিনের ২য় ডোজ নিয়েছেন।
টিকা গ্রহণের পর মেয়র আলহাজ্ব গোলাম কবির সাংবাদিকদের বলেন, সুস্থ থাকতে হলে দ্বিধা ভুলে অবশ্যই করোনার ২য় টিকাও নিতে সকলের প্রতি আহবান জানান। এছাড়া ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়া ও সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
এদিকে পৌর মেয়র গোলাম কবির টিকা নেওয়ার পর ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসানও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাক্সিনের ২য় ডোজ নিয়েছেন।
এছাড়াও ২য় ডোজ টিকা নিয়েছেন গত ৮ই এপ্রিল থেকে ঢাকা -২০ ধামরাই আসনের সাবেক মানণীয় জাতীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব জামাল উদ্দিন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু সহ এ’পর্যন্ত করোনার ২য় ডোজের মোট টিকা নিয়েছেন ১৩২জন।
উল্লেখ্য- গত এক সপ্তাহে ধামরাই উপজেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৫৬ জন।