জেলার খবর

আখাউড়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার প্রতিবাদে সমাবেশ।

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

আখাউড়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার প্রতিবাদে সমাবেশ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নের বাড়িতে হামলার প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তারাগন গ্রামবাসী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় পৌরশহরের তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে প্রায় ২শতাধিক লোক মৌন মিছিল নিয়ে আখাউড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।মিছিলটি শাখাওয়াত হোসেন নয়নের বাড়ির সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভা তারাগন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক মিয়া,সাবেক কাউন্সিলর বাহার মিয়া, সাবেক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাজী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ তানজীল শাহ তচ্ছন,যুবলীগনেতা তাজুল ইসলাম,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মুন্না,হেবজু মিয়া,বীর মুক্তিযোদ্ধা জমশেদ শাহ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন,‘আমাদের তারাগন গ্রামের কৃতিসন্তান শাখাওয়াত হোসেন নয়নের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারাগন গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে অতীতের ন্যায় ভবিষ্যতে ও ন্যায়ের পক্ষে সকল অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করবে।আমাদের গ্রামের কারো প্রতি অন্যায়ভাবে আঘাত করলে তার পাল্টা জবাব দিবো আমরা।’এ সময় তারা উক্ত নেক্কারজনক হামলায় দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য শাখাওয়াত হোসেন নয়নের গ্রামের বাড়ি পৌরশহরের তারাগন গ্রামে।সে বর্তমানে পৌরশহরের মালদারপাড়া গ্রামের বাসিন্দা।

গত রবিবার সন্ধায় তার বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছিল।এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মী ও তারাগন গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

হামলার বিষয়ে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নের ছোট ভাই জানায়,‘কিছু বুঝে উঠার আগেই রাধানগরের প্রায় অর্ধশত ছেলে দেশীয় অস্ত্রসহ আমার বাড়িতে হামলা করে বাড়ির গেইট, কাচের দরজায় কুপিয়ে ভাংচুর করে।’

এ বিষয়ে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন বলেন,‘মালদারপাড়া ও রাধানগরের কয়েকজন ছেলের ঝগড়ার জের ধরে প্রতিহিংসাপরায়ন হয়ে পরিকল্পিতভাবে আমার বাড়িতে সন্ত্রাসী হামলা করে।মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের কাছে উক্ত সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button