পাইকগাছায় রাতের আঁধারে কর্মহীন দরিদ্র পরিবারের দরজায় খাদ্য সহায়তা নিয়ে হাজির চেয়ারম্যান এনামুল হক।
এ কে আজাদ, খুলনার পাইকগাছা প্রতিনিধি-ঃ
পাইকগাছায় রাতের আঁধারে কর্মহীন দরিদ্র পরিবারের দরজায় খাদ্য সহায়তা নিয়ে হাজির চেয়ারম্যান এনামুল হক।
পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এনামুল হক বলেছেন, সরকারের পাশাপাশি আমরা যদি আমাদের ছোট ছোট হাতগুলো বাড়িয়ে দিই মানুষের জন্য, জীবনের জন্য তবে অসহায় মানুষগুলো আবার প্রাণ ফিরে পাবে। “মানুষ তো মানুষের জন্য”। করোনা মহামারীর কবলে ক্ষুধার্ত ও অসহায়দের দুরাবস্থার যেন অন্ত নেই। তাই শুরু থেকেই অবিচল কাজ করে যাচ্ছেন মানবিক জনপ্রিয় চেয়ারম্যান এনামুল হক। সাহায্যের ধারাবাহিকতায় শনিবার রাতে ব্যক্তিগত উদ্যোগে এলাকার কর্মহীন হতদরিদ্রদের মাঝে সরকারী সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ১শ পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তৈল, কাচা শাক সবজি ও শিশু খাদ্য তাদের ঘরে পৌছে দেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুল হক। তিনি বিরামহীনভাবে দিনরাত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখছেন কোথাও কোন পরিবার খাদ্যের অভাবে দুর্দশাগ্রস্থ আছে কিনা। থাকলে তিনি সাথে সাথে নিজ উদ্যোগে খাদ্যের ব্যবস্থা করছেন। চেয়ারম্যান এনামুল হক বলেন, করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি কর্মহীন মানুষের মুখে আহার যোগানোর লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এমনিভাবে তিনি অসহায় মানুষগুলোর পাশে থেকে অব্যাহত ভাবে খাদ্য সহায়তা প্রদান করে যাবেন বলে তিনি জানান।