ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গড়ে উঠা দুই সীসা কারখানা ধ্বংস
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গড়ে উঠা দুই সীসা কারখানা ধ্বংস
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ দূষণকারী সীসা কারখানার সরঞ্জামি জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ই আগষ্ট-২০২১ খ্রীঃ) বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় এ’অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ’বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন – এ’এলাকায় অবৈধভাবে সীসা কারখানা গড়ে উঠেছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা সীসা কারখানার সব সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের পূর্বেই এ’কারখানার মালিক পালিয়ে গেছে।
এ’সময় তিনি আরো বলেন আইনের তোয়াক্কা না করে এসব কারখানা গড়ে উঠেছিল যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।সীসা কারখানার নির্গত গ্যাসে এ’এলাকার অনেক গাছ পুড়ে গেছে এমন কি কয়েক কিলোমিটার এলাকার ফসল নষ্ট হচ্ছিল।
পরিবেশ দূষণকারী সকল অনুমোদনহীন কারখানায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।