নারায়ণগঞ্জে মানববন্ধন ও লাল পতাকা র্যালী করে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জে মানববন্ধন ও লাল পতাকা র্যালী করে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
আসন্ন পবিত্র ঈদুল আযহার আগে সকল শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস ২৩ জুলাইয়ের মধ্যে পরিশোধের দাবীতে মানববন্ধন ও লাল পতাকা র্যালী করে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি। শুক্রবার বিকেল ৫ টায় ফতুল্লা বিসিক শিল্প নগরীর এ.রহমান প্লাজার সামনে মানবন্ধন ও লাল পতাকা র্যালীটি অনুষ্ঠিত হয়েছে। জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ নুরে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা লিয়াকত হোসেন বেপারী, মোঃ আবু সুফিয়ান, মোঃ ইকবাল হোসেন, মোঃ নুরুলইসলাম, এড: আলমগীর হোসেন, মহিউদ্দিন আহম্মেদ রানা, মোঃ জব্বার, মোঃ মাহাবুব হোসেন, মোঃ সামিউল ইসলাম, মোঃ ইউনুস সরদার, মোঃ আব্দুল হানিফ, মোফাজ্জল হোসেন মোফা। মানববন্ধনে শ্রমিক নেত্রীবৃন্দ বলেন আগামী ঈদুল আযহার আগে ২৩ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। বন্ধ শিল্প কারখানা খুলতে হবে, কোন প্রকার নোটিশ না দিয়েই শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। মহামারী করোনায় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ফলে অনেক শ্রমিক ভাই-বোনেরা মানবেতর জীবন যাপন করছেন। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মালিক ভাইয়ের প্রতি আহ্বান! অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ান। এ সময় সভা পরিচালনা করেন সংগঠনের Iদক্ষিন করে শাসনগাঁও এসে শেষ হয়।