জেলার খবর

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা।

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা।

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দু’ব্যবসায়ী জরিমানা করা হয়েছে। উপজেলার পৌর সদরের জিরোপয়েন্ট, বোয়ালিয়া মোড়, নতুন বাজার ও গদাইপুর সহ বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম এ দিন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের ওপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় পণ্যে পাটজাত মোড়ক না থাকায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তর খুলনার পরিদর্শক মোঃ মোক্তার আলী ও পেশকার প্রতুল জোয়াদ্দার।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম জানান, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের ওপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’ব্যবসায়ীকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। তিনি সকলকে পাটজাত পণ্য ব্যবহারের পরামর্শ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button