পাইকগাছায় অনলাইন শিক্ষা প্রদানে শিক্ষার্থীদের মাঝে মোবাইল বিতরণ।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় অনলাইন শিক্ষা প্রদানে শিক্ষার্থীদের মাঝে মোবাইল বিতরণ।
করোনাকালীন পরিস্থিতে অনলাইন শিক্ষা কার্যক্রম সচল রাখতে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা সামগ্রী হিসাবে মোবাইল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে পাইকগাছায় জুম কনফারেনাস (অনলাইন) এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন (এমপি), বিশেষ অতিথি হিসাবে যুক্ত হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভারপ্রাপ্ত মহা পরিচালক সোহেল আহম্মেদ, বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে অনলাইনে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।
বুধবার সকালে পাইকগাছায় শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জুম কনফারেনাস (অনলাইন) এর মাধ্যমে অনুষ্ঠিত শিক্ষা সহায়তা সামগ্রী হিসাবে মোবাইল বিতরণ কর্মসূচিতে সংযুক্ত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত লিপিকা ঢালী, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর, সহকারী শিক্ষা অফিসার, মোঃ আলমগীর হোসেন ও ঝঙ্কার ঢালী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ যথাক্রমে আফরোজা খাতুন, মোঃ লুৎফর রহমান, মোঃ নুরুজ্জামান, আশুতোষ কুমার মন্ডল, অনুপ কুমার সরকার, মোঃ নজরুল ইসলাম, দ্বিজেন্দ্র নাথ মৃধা, দিলীপ কুমার রায়, মোঃ মিজানুর রহমান, মোঃ সাইফুল্লা হাসান, শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক নাজমুন নাহার, পাপিয়া সুলতানা, রাবেয়া সুলতানা প্রমূখ। সরল দীঘির পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র রোল নং ৯ সিয়াম গাজী, হাটবাড়ী সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী দেবী রানী সরদার, বেতবুনিয়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র মোঃ সাগর হোসেন, বাইনবাড়িয়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র দুর্জয় সরদার, গোপালপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সায়মা আক্তার পুতুল, বগুড়ার চক সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী মেরিনা সুলতানা, রেজেকপুর কাশিমনগর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র সামিউল্লাহ, আলমতলা সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মোঃ মাহফুজুর ইসলাম, মৌখালী সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ফাইম হোসেন, কপিলমুনি সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র রূপম অধিকারী, বাঁকা ভবানীপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী আফরিনা আজিজ ও রহিমপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র হাবিবুর কাগজী সহ মোট ১২ জন শিক্ষার্থীদের মাঝে মোবাইল ফোন বিতরণ করা হয়েছে। নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, করোনা পরিস্থিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে আমরা হত-দরিদ্র ও একেবারে সুবিধা বঞ্চিত প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মোবাইল ফোন বিতরণ করা হয়। যাতে আমাদের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ পূর্বক মোবাইলের মাধ্যমে শিক্ষাদান করতে পারেন।
তিনি সরকারী সহযোগিতার পাশাপাশি সমাজে বৃত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।এই মহতী উদ্যোগের জন্য খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হেলাল হোসেন মহোদয় কে পাইকগাছা বাসি অভিনন্দন জানান।