যশোর মনিরামপুর ছাত্রলীগের শোক দিবস পালিত।
আজ (৩০আগস্ট) রবিবার মনিরামপুর উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত মুজিব জন্মশতবার্ষিকীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাঙ্গালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরামপুরের কৃতি সন্তান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব, স্বপন ভট্টাচার্য্য এমপি- মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী “সভাপতি ও পৌর মেয়র জননেতা জনাব,আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক
প্রভাষক মোঃফারুক হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, বিশেষ বক্তা হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক মনিরামপুরের মাটি মানুষের সন্তান, বৃহত্তর যশোরের গর্ব জনাব লেখক ভট্টাচার্য্য।
তরুন আওয়ামীলীগ নেতা এ্যাডঃ বশির খান উপজেলা যুবলীগের আহবায়ক ও মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্তী (বাচ্চু)।
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।