জেলার খবর

রূপগঞ্জ পূর্বাচলে জমি দখলের দাবীতে জমির মালিকদের মানববন্ধন।

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

রূপগঞ্জ পূর্বাচলে জমি দখলের দাবীতে জমির মালিকদের মানববন্ধন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমি হুকুম দখল প্রক্রিয়া প্রতিরোধে এলাকাবাসী মানববন্ধন করেছেন৷ বুধবার সকালে উপজেলার কেয়ারিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রূপগঞ্জ সদর ইউনিয়নের কেয়ারিয়া, বাগবের ও পশ্বি মৌজার বাসিন্দারা তাদের বক্তব্যে বলেন, ৩ টি মৌজার উপর প্রায় ২ কিলোমিটার জুরে একটি আবাসন কোম্পানি ১শত ফুট প্রশস্ত রাস্তার জন্য অধিগ্রহণ করে রাস্তা করে নিয়েছে । সে সময় ওই রাস্তার বিল দেয়ার কথা থাকলেও এখনো তারা পায়নি। আবার একই রাস্তার উভয় পাশে আরো ১ শত ফুট বাড়ানোর জন্য একোয়ারের প্রস্তুতি নিচ্ছে। এতে স্থানীয় জমি মালিকরা তাদের ন্যায্য অধিকার বঞ্চিত হবে বলে দাবী করেন তারা।

এ সময় বক্তারা আরো বলেন, পুর্বাচলের পাশের এ মুল্যবান জমি নামে মাত্র দরে একোয়ার করলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবো। এখানে এমন জমি মালিক আছেন, যাদের শেষ সম্বল এ জমি। সুতরাং তাদের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হস্তক্ষেপ চান তারা৷

মানববন্ধনে এ সময় এলাকাবাসির সঙ্গে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান বাদশা, জজ মিয়া,মোমেন, গোলনেহার খাতুন, আকবর আলী নায়েব, মিলন হোসেন, মহিলালীগ নেত্রী লাকী বেগম, আম্বিয়া বেগম, বিল্লাল হোসেনসহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button