রূপগঞ্জ পূর্বাচলে জমি দখলের দাবীতে জমির মালিকদের মানববন্ধন।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
রূপগঞ্জ পূর্বাচলে জমি দখলের দাবীতে জমির মালিকদের মানববন্ধন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমি হুকুম দখল প্রক্রিয়া প্রতিরোধে এলাকাবাসী মানববন্ধন করেছেন৷ বুধবার সকালে উপজেলার কেয়ারিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রূপগঞ্জ সদর ইউনিয়নের কেয়ারিয়া, বাগবের ও পশ্বি মৌজার বাসিন্দারা তাদের বক্তব্যে বলেন, ৩ টি মৌজার উপর প্রায় ২ কিলোমিটার জুরে একটি আবাসন কোম্পানি ১শত ফুট প্রশস্ত রাস্তার জন্য অধিগ্রহণ করে রাস্তা করে নিয়েছে । সে সময় ওই রাস্তার বিল দেয়ার কথা থাকলেও এখনো তারা পায়নি। আবার একই রাস্তার উভয় পাশে আরো ১ শত ফুট বাড়ানোর জন্য একোয়ারের প্রস্তুতি নিচ্ছে। এতে স্থানীয় জমি মালিকরা তাদের ন্যায্য অধিকার বঞ্চিত হবে বলে দাবী করেন তারা।
এ সময় বক্তারা আরো বলেন, পুর্বাচলের পাশের এ মুল্যবান জমি নামে মাত্র দরে একোয়ার করলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবো। এখানে এমন জমি মালিক আছেন, যাদের শেষ সম্বল এ জমি। সুতরাং তাদের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হস্তক্ষেপ চান তারা৷
মানববন্ধনে এ সময় এলাকাবাসির সঙ্গে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান বাদশা, জজ মিয়া,মোমেন, গোলনেহার খাতুন, আকবর আলী নায়েব, মিলন হোসেন, মহিলালীগ নেত্রী লাকী বেগম, আম্বিয়া বেগম, বিল্লাল হোসেনসহ আরো অনেকে।