জেলার খবর

উদ্ভাবন নাসিমা আক্তারের পাশে “গড়বো সমাজ কল্যাণ সংস্থা”

আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)

উদ্ভাবন নাসিমা আক্তারের পাশে “গড়বো সমাজ কল্যাণ সংস্থা”

যশোরের শহরের লোন অফিস পাড়ার নাসিমা আক্তার কাগজ ব্যবহার করে পরিবেশ বান্ধব বলপেন তৈরি করেন এই আবিষ্কারের গল্পটি মুহাম্মদ আশরাফ হোসেন, সম্মানিত পুলিশ সুপার, যশোরের বদান্যতায় বিভিন্ন মিডিয়ার পাশাপাশি জেলা পুলিশ যশোরের অফিশিয়াল ফেইসবুক পেইজে প্রচারের পরে নাসিমা আক্তার প্রায় প্রতিদিনই কিছু অর্ডার পাচ্ছেন।

নাসিমার উদ্ভাবনের নিউজ টি দেখে এবার তার পাশে মানবতার হাত বাড়িয়ে দিলো “গড়বো সমাজ কল্যাণ সংস্থা” যশোর।

(২০আগস্ট ) বৃহস্পতিবার যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে নাসিমা আক্তারের হাতে “গড়ব সমাজ কল্যাণ সংস্থা” যশোরের সাধারণ সম্পাদক জনাব তোফাজ্জেল হোসেন মানিক কিছু নগদ অর্থ তুলে দেন।

যদিও এই অর্থ সুদমুক্ত ঋন হিসেবে প্রদান করা হয়েছে ,নাসিমা আক্তার এতদিন অনেকটাই মূলধন শূন্যতায় ছিলেন। নগদ অর্থ পেয়ে তিনি অনেক খুশি। উৎপাদন বাড়াতে তিনি এই অর্থ ব্যবহার করবেন।
ইতোমধ্যে সাথে আরও চার জন দুঃস্থ মহিলাকে তিনি প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছেন বলে জানান।

পুলিশ সুপার মহোদয় বলেন, তিনি চান মাদক ও অপরাধমুক্ত সুশৃঙ্খল সমাজ। আর সেই জন্যই তিনি নাসিমা আক্তারের মত জীবন যুদ্ধে হার না-মানা মেধাবিকে সকলের সামনে প্রচার করেছেন। যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়।

যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি নাসিমা আক্তার এর পাশে দাঁড়াতে চান তবে যোগাযোগ করতে পারেন।
নাসিমা: 01630416210

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button