জেলার খবর

ফতুল্লার কাশিপুরে রেজিষ্ট্রি বায়নাকৃত জমি অন্যত্র বিক্রির অভিযোগ তুলে ধরেন, শাহজাহান মিয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ফতুল্লার কাশিপুরে রেজিষ্ট্রি বায়নাকৃত জমি অন্যত্র বিক্রির অভিযোগ তুলে ধরেন, শাহজাহান মিয়া

ফতুল্লার কাশিপুরে রেজিষ্ট্রি বায়নাকৃত জমি অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে শাহজাহান মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

ফতুল্লা কাশীপুর মধ্যপাড়া এলাকার মৃত সেকান্দর মিয়ার ছেলে নুর হোসেন। ২৪ আগষ্ট নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) নিকট নামজারী জমাভাগ না করার জন্য অভিযোগ ও আপত্তি নামা দায়ের করেন।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূম) কার্যালয়ের ভূক্তভোগীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেনতৃবৃন্দ ও এলাকার শান্তি প্রিয় জনগনের উপস্থিতে অভিযোগ ও আপত্তি নামাটি জমা দেয়া হয়েছে।

ভুক্তভোগী নুর হোসেন তার অভিযোগ ও আপত্তি নামায় উল্লেখ করেন,ফতুল্লা থানার পশ্চিমে দেওভোগ সরদার বাড়ি এলাকার মৃত মৈজউদ্দীন শেখ এর ছেলে শাহজাহান মিয়া সি,এস ৪৮৪ ও ৪৮৫ নং দাগ আর এস ৭৭৪,৭৭৫ ও ৭৭৬ দাগের সম্পত্তি হইতে সাড়ে আটষট্রি জমি ভিন্ন ভিন্ন ভাবে সাব কাবলা দলিল মুলে খরিদ করে নিজ নামে নামজারি করে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসতে থাকা অবস্থায়

গত ৩০/১২/২০২০ইং তারিখ ফতুল্লা সাব রেজিস্টি অফিসে রেজিস্ট্রিকৃত ১১১১৬ নং বায়নাপত্র দলিল মূলে আমি এবং আমাদের ৫ জনের নামে বায়না পত্রে আবদ্ধ হয়ে দখল বুজিয়ে দিয়েছে।

বিবাদী শাহজান মিয়া আইনগত ভাবেবায়না দলিলের মেয়াদ বহাল বহাল থাকার পরও বিবাদী শাহজান মিয়া আমাদের কোন প্রকার নোটিশ বা মৌখিক ভাবে অবহিত না করে লোভের বসভুত হয়ে প্রতারনা মুলক ভাবে গত ১৬/৬/২০২১ ইং তারিখে

শহরের শাহ সুজা রোড পাইকপাড়া এলাকার আবদুল করিম বাবুর ছেলে রিয়েলের নামে ফতুল্লা সাব রেজিস্টি অফিসে বিল এওয়াজ হেবা নামা দলিল রেজিষ্ট্রি করে দিয়েছে নং ৫৯৬৪। যা সম্পুর্ন ভাবে বে আইনী।

আবদুল করিম বাবুর ছেলে রিয়েল উক্ত সম্পত্তি নামজারি করার জন্য একটি দরখাস্ত প্রধান করে যার নং ১৭৮/২১। উক্ত সমপত্তি নামজারী বা জমাভাগ করলে আমি এবং আমার শরীকগন অপূরনীয় ক্ষতি সম্মুখীন হব,উক্ত সম্পত্তি কোন ভাবে যেন নামজারী ও জমাভাগ করতে না পারে তৎমর্মে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button