কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন।
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ১৫ আগষ্ট উপলক্ষে শোক দিবস পালন করেছে আ’লীগ, অঙ্গ সংগঠন, স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান। শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন ও কালোব্যাজ ধারণ দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে এ কর্মসূচী পালিত হয়।
কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইভাবে কপিলমুনি কলেজ, হরিঢালী কপিলমুনি মহিলা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মসূচি পালন করে। এদিকে ১৫ আগষ্ট উপলক্ষে হরিঢালী ইউনিয়নের ৬২ নং দক্ষিণ সোনাতনকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫ আগষ্ট উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক আব্দুল গনি সরদারের সভাপতিত্বে ও বর্তমান সভাপতি মোঃ সেলিম গাজীর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সন্ধ্যা রানী দাশ, আওয়ামী লীগ নেতা শেখ সাকিয়ার রহমান, সহ-সভাপতি সরদার আমানুর রহমান,হরিঢালী ইউনিয়ন আ’লীগের সদস্য সচিব গাজী মিজানুর রহমান, আব্দুস সাত্তার, আঃ হালিম খাঁ, শিক্ষিকা লতিকা রানী, সুবর্ণা বিট,শারমিন আক্তার,ওয়ার্ড আ’লীগ নেতা শেখ নজরুল ইসলাম, ওয়ার্ড ইউপি সদস্য ছাওকাত গাজী, উত্তম কুমার চক্রবর্তী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে মিষ্টি বিতারণ করা হয়।