জেলার খবর

কৃষকের ধান কেটে দিলেন মেয়র।

স্টাফ রিপোট-ঃ

মহানগর কৃষকলীগকে সঙ্গে নিয়ে কৃষকের ধান কাটলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু। রবিবার (২৬ এপ্রিল) ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৩২নং ওয়ার্ডের চর কালীবাড়ী এলাকায় ধান কেটে দেন মেয়র মো. ইকরামুল হক টিটু ও মহানগর কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। এ সময় স্থানীয় তোফাজ্জল হক নামে এক কৃষকের ২৩০ শতাংশ জমির ধান কাটেন নেতাকর্মীরা।

রবিবার (২৬ এপ্রিল) ৩২নং ওয়ার্ড মহানগর কৃষক লীগের সভাপতি মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক ছলিম মিয়ার উদ্যোগে এ ধান কাটার আয়োজন করা হয়। ধান কাটার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু। এ সময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইছাহাক আলী সরকার, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এ.বি ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান, সহ-সভাপতি নূর আলী তালুকদারসহ কৃষকলীগের নেতৃবৃন্দ।

কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে করোনাভাইরাসের এ সময়ে শ্রমিক সংকট নিরসনে কৃষকের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর কৃষকলীগ। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ময়মনসিংহ মহানগর কৃষক লীগ।

ধান কাটা শেষে মেয়র ইকরামুর হক টিটু বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন স্থবির হয়ে পড়েছে। তার তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর কারণে শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ অনেকটায় ঘরে আবদ্ধ। করোনা ভাইরাসের কারণে আজকে ধান কাটতে লোক পাওয়া যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে কৃষকলীগের কল্যাণে কৃষক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তাই এ সরকার কৃষকদের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।

এ সময় ধান কাটার কাজে অংশগ্রহণ করেন, মহানগর কৃষক লীগ নেতা বাবু নন্দন চক্রবর্তী, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মাসুদ রানা, গবেষণা বিষয়ক সম্পাদক শফিক মিয়া, ৩২নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ১৭নং ওয়ার্ড ওয়ার্ড সভাপতি রেজাউল ইসলাম, মহানগর কৃষক লীগের সদস্য বাবু সুদীপ বিজয় দাস, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button