বগুড়ার নন্দীগ্রামে কলগার্ল-খদ্দেরসহ গ্রেফতার ৪
বগুড়ার নন্দীগ্রামে বাড়িতে দেহ ব্যবসার অভিযোগে দুই খদ্দের সহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ২৯০ ধারায় গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাশগ্রাম সোনারপাড়ার একটি বাড়িতে অসামাজিক কর্মকান্ডের সময় নারী সহ ৪ জনকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা।
আটককৃতদের রাতেই থানা পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা দাশগ্রাম সোনারপাড়ার ফরিদ উদ্দিনের স্ত্রী শিরিন বেগম (৩৫), উপজেলার রণবাঘার আব্দুর রউফের কন্যা রুপা খাতুন (২০), শাজাহানপুর উপজেলার কৈগাড়ী মহল্যার আবু জাফরের ছেলে বেলাল (২৩) ও নাটোরের সিংড়া উপজেলার হাটমুরশুন এলাকার জুল-হাফেজের ছেলে সবুজ (২৮)।
নন্দীগ্রাম থানার ডিউটি অফিসার এসআই চাঁন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, দাশগ্রাম সোনারপাড়ার ফরিদ উদ্দিনের বাড়িতে তাঁর স্ত্রী শিরিন বেগম দীর্ঘদিন ধরে ভাড়াটে কলগার্ল দিয়ে দেহ ব্যবসা চালিয়ে আসছিল। দুই নারী ও দুই খদ্দেরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।