সোনারগাঁও পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী ও করোনা মুক্তি লাভে দোয়া।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
সোনারগাঁও পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী ও করোনা মুক্তি লাভে দোয়া।
গতকাল শুক্রবার (২৪জুলাই) নারায়ণগঞ্জ সোনারগাঁ সাদিপুর ইউনিয়ন পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী এবং করোনা থেকে মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলাহাজ্ব আব্দুর রশিদ মোল্লা চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. আবু হাসনাত মোঃ বাদল (ভি.পি.) সাধারণসম্পাদক নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান হাবিব, মোঃ জুয়েল ভূইয়া, এসময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সালাউদ্দিন মোল্লা মাসুম, পঞ্চমীঘাট পাবালিক লাইব্রেরীর উদ্যোক্তা সাংবাদিক আক্তার হোসেন, লাইব্রেরীর সাবেক সভাপতি বিলাল হোসেন (অনিক), সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শিরাজুল ইসলাম শাহিন, সাবেক সভাপতি মোস্তফা কামাল, সাবেক সাধারণসম্পাদক মামুন মুনতাসির, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন নয়ন, রাজিব দাস, ইসমাহিল হোসেন , শাকিল আহম্মেদ ভূইয়া, সাব্বির আহম্মেদ ও বর্তমান সভাপতি হাবিবুর রহমান রনী সাধারণসম্পাদক ওবায়দুল্লাহ বাদল প্রমুখ। এসময় ভিপি বাদল লাইব্রেরীর উন্নয়নের জন্য একটি লেপটব ও উপস্থিত কালেকশরেন মাধ্যমে পঞ্চশ হাজার টাকা সহ বই দেয়ার জন্য ব্যাক্তি নিবাচিত করে দেন। এসময় আলহাজ্ব আব্দুর রশিদ চেয়ারম্যান বলেন, এই এলাকার শিক্ষিত যুবকদের নিয়ে গঠিত পঞ্চমীঘাট পাবলিক লাইব্রেরীর উন্নয়নের জন্য যা প্রয়োজন আমি করে যাবো। তিনি কার্যকরি পরিষদকে নির্দেশ প্রধান করেন আগামী এক মাসের মধ্যে লাইব্রেরীর রেজিষ্টেসন করার জন্য।