জাতীয়

বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে: স্বাস্থ্য অধিদপ্তর।

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, আক্রান্ত ও মৃত্যু কমেছে। আজ সকাল আটটায় সমাপ্ত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে আর ৩৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৮৫৬ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। এ সময় ৫০ জনের মৃত্যুর খবর দেয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ২ হাজার ৮৩৬ জন মারা গেছেন।
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ (শুক্রবার) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১২ হাজার ৩৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৫৪টি নমুনা।
ব্রিফিংয়ে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সব নির্দেশনা মেনে চলুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে- এমন খাবার খাদ্যতালিকায় রাখুন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button