ধামরাইয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও তার সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
ধামরাইয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও তার সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত।
মানবতাবাদী নেতা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও তার সহধর্মিণী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত সহ বিশ্বের সকল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় আজ ২ জুলাই ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দিরে বিশেষ প্রার্থনা সভা ও ভোগ নিবেদন এর আয়োজন করা হয়।
এ’ প্রার্থনা সভা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাইয়ের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন গ্রন্হনা বিষয়ক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শ্রী আশীষ কুমার মজুমদার
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ধামরাই পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ অজিক কুমার বসাক, যশোমাধব মন্দির কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিমল ঘোষ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল দাস , ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা তৌহিদুল ইসলাম সোহাগ, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সায়েম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, রঞ্জিত সাহা, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ জিয়া সিকদার, দপ্তর সম্পাদক টুটুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ বেলায়েত হোসেন পাঠান, যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান রঞ্জু, কার্যকরী সদস্য শ্রী দুলাল সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শ্রী স্বর্ণ কমল ধর, মোঃ মজনু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রার্থনা সভায় বক্তারা বলেন- কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শ্রী নির্মল রঞ্জন গুহ একজন সৎ আদর্শবান মানবতাবাদী রাজনীতিবিদ। মানণীয় প্রধানমন্ত্রীর একজন আস্হাভাজন ব্যক্তি।
বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব শুরু থেকেই তিনি মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে করোনা সংক্রমণ এর ঝুঁকি নিয়ে সমগ্র দেশব্যাপী কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, টেলি মেডিসিন, ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস, কৃষকদের ধানকাটা কর্মসূচি, মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নিয়মিত অংশ গ্রহণ করে আসছিলেন।
বর্তমানে তিনি ও তার সহধর্মিণী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নির্মল রঞ্জন গুহ ও তার সহধর্মিণী সহ বিশ্বের সকল করোনা রোগীদের দ্রুত রোগ মুক্তি আরোগ্য কামনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মী ও মন্দিরে আগত ভক্তবৃন্দের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঐতিহাসিক ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।