জেলার খবর

সামান্য বৃষ্টিতে হাটুপানি–❝বর্ষা❞ যেন চট্টগ্রামবাসীর “অভিশাপ”

রায়হান হোসাইন, চট্টগ্রাম থেকেঃ

সামান্য বৃষ্টিতে হাটুপানি–❝বর্ষা❞ যেন চট্টগ্রামবাসীর “অভিশাপ”

বর্ষা মৌসুম শুরু আগেই ১ ঘন্টার বৃষ্টিতে পানি বন্দি বাকলিয়া বাসী।

অপরিকল্পিত নগরায়ন উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়হীনতার অভাব ও নালা,খাল পাড়ের বাসিন্দাদের অসচেতনতার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমের আগে ও ভরা বর্ষায় দূর্ভোগে পড়তে হয় বন্দরনগরী চট্টগ্রামের চকবাজার ১৭ নং ওয়ার্ডের পশ্চিম বাকলিয়ার জনসাধারণকে।

১৪ই জুন চকবাজার পশ্চিম বাকলিয়া এলাকার একাধিক অলিগলি ঘুরে দেখা যায় দুপুরের ঘন্টা খানেকের বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা পানিবন্দি হয়ে পড়েছে বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দারা।

ওয়াপদা সৈয়দ শাহ রোড,নাজীর কলোনী,ডিসি রোডের গনিকলোনী সহ বিভিন্ন নিচু এলাকা। স্থানীয় এলাকাবাসী জানান অপরিকল্পিত সংস্কার, উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়হীনতার অভাব ও যথাযথ পরিকল্পনা না থাকায় এলাকাবাসীকে এইসব দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা সব ধরনের সরকারি কর পরিশোধ করে প্রকৃত নাগরিক সুবিধা পাচ্ছিনা। সরকারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বর্ষা মৌসুমের আগেই খাল সংস্কার বর্জ্য অপসারণের উদ্যেগ না নিলে বর্ষা মৌসুমে স্থানীয় এলাকাবাসীকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

সরকার বিভিন্ন সংস্থাকে দিয়ে একাধিক সংস্কার ও উন্নয়ন প্রকল্প হাতে নিলেও নাগরিকরা প্রকৃত সুবিধা পাচ্ছে না
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা বর্জ্য থেকে দুর্গন্ধ, মশা মাছির উৎপত্তির কারণে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অস্বস্তিতে আছে। স্থানীয় এলাকাবাসী এইসব বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনকে লিখিত ও মৌখিক ভাবে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button