জাতীয়স্বাস্থ্য ও চিকিৎসা

দেশে ৫ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৪৬১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এ মুহূর্তে টিকা মজুত আছে ১ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৯৫৯ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ১৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮১ লাখ ৩০ হাজার ৩২১ জন। রবিবার (১০ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ ১০ হাজার ২১৫ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৭৬৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৫২৪ জনকে। এর পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৭০২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৫ জনকে।

এ ছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৮০ হাজার ৮৫৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৮৬ হাজার ৬১০ জন।

মডার্নার টিকার আজ প্রথম ডোজ নিয়েছেন ৯ হাজার ৮৭৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮২২ জনকে।

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৩০ লাখ ৬২ হাজার ১০৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button