শর্ত সাপেক্ষে সামাজিক দূরত্ব মেনে আগামীকাল বৃহস্পতিবার থেকে মসজিদে নামাজ আদায় করা যাবে।
আজ বুধবার (০৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার জোহর থেকে দেশের সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজও পড়া যাবে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের মসজিদগুলোকে মুসল্লি সংখ্যা সীমিত করা হয়। মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সমন্বয়ে পাঁচ ওয়াক্তের জামাতে সর্বোচ্চ পাঁচজন করে এবং জুমার জামাতে ১০ জন করে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়।