ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারন সম্পাদক ও প্রগতিশীল জোটের আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক কমরেড নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ন্যাপের সভাপতি ও প্রগতিশীল জোটের যুগ্ন-আহবায়ক এডঃ কে,এম শফিকুর রহমান, জেলা বাসদের আহবায়ক ও প্রগতিশীল জোটের সদস্য সচিব প্রবীর চৌধূরী রিপন,জেলা ঐক্যন্যাপের সাধারন সম্পাদক ও প্রগতিশীল জোটের যুগ্ন-আহবায়ক আবুল কালাম নাঈম,প্রবীণ হিতৈষী সংঘের সদস্য মোঃ মেহের,জেলা ঐক্যন্যাপের সিনিয়র সহ-সভাপতি ও প্রগতিশীল জোটের সদস্য কানুলাল মজুনদার, সুজন সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক ও প্রগতিশীল জোটের সদস্য প্রফেসর মোশারফ হোসেন,শ্রমিক নেতা ও প্রগতিশীল জোটের সদস্য শামসুল আলম,জেলা ঐক্যন্যাপের সহ-সাধারন সম্পাদক আতাউর রহমান খান ইয়াকুব, জেলা বাসদের সদস্য সচিব প্রগতিশীল জোটের সদস্য আবু সোহেল সরকার,প্রগতিশীল জোটের সদস্য শফিকুল ইসলান,জেলা ছাত্রমৈত্রীর সমাজকল্যাণ সম্পাদক জিহাদ,কবি ফুরকান সুহৃীদ,ও শ্যামল দাস প্রমুখ।
সভায় বক্তাগন বলেন প্রবীণরা হচ্ছে সমাজের দর্পণ তাদেরকে সবসময় অনুসরণ করে চলার আহব্বান জানান।প্রবীণদের সাথে পরামর্শ করে সকল কাজ করলে এটাই হবে সমাজের সাফল্য। অসহায় প্রবীণদের পাশে দারানো জন্য সকলের প্রতি আহব্বান জানান।