আরো...

সাংবাদিক মুজাক্কীর এর স্মরণে প্রতিবাদ ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সাংবাদিক মুজাক্কীর এর স্মরণে প্রতিবাদ ও দোয়া মাহফিল

দৈনিক বাংলাদেশ সমাচার- এর নির্ভীক ও আপোষহীন সাংবাদিক শহীদ বুরহান উদ্দিন মুজাক্কীর স্মরণে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল।

পরিচালক সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান স্যার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডি আই জি গোলাম কিবরিয়া স্যার।ড.আর্মেশ কুমার দাস।

তপন কুমার শাহা ব্যাংকার অফিসার
ড .সায়লা উপদেষ্টা দৈনিক বাংলাদেশ সমাচার
মহিদুল রহমান বকুল দৈনিক বাংলাদেশ সমাচার সহ সম্পাদক।

চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম রুরাল জার্নালিস্ট আরজেএফ। বক্তব্য রাখেনঃ আরজেএফ সংগঠনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

বক্তব্য রাখেনঃ আমিনুল ইসলাম সিনিয়র সাংবাদিক।
বক্তব্য রাখেনঃ সাহাদাৎ হোসেন শাহিন বিশেষ প্রতিনিধি।
বক্তব্য রাখেনঃ কবি অর্মেশ কুমার দাস সোনালী ব্যাংক মহা ব্যবস্থাপক। বক্তব্য রাখেনঃ ড. খান আসাদুজ্জামান সম্পাদক ও প্রকাশক।

বক্তব্য রাখেনঃ আসাদুজ্জামান রনি অফিয়াল এড মিন ও নিউজ প্রেজেন্টার। বক্তব্য রাখেনঃ সায়রা খাতুন উপদেষ্টা দৈনিক বাংলাদেশ সমাচার। শনিবার বিকাল ৪ টা থেকে মূল আনুষ্ঠানিকতার সূচনা।

বক্তব্য প্রধান অতিথি বলেন। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের শরীরে শটগানের ৬২টি গুলির চিহ্ন পাওয়া গেছে৷ নিহতের ভাই প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলছেন, আওয়ামী লীগের দু পক্ষের সংঘর্ষের সময় অস্ত্রধারীদের ভিডিও করার কারণে মুজাক্কিরকে হত্যা করা হয়েছে৷

তার মরদেহের ময়না তদন্ত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে৷ গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি ) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপেরসংঘর্ষ চলাকালে তিনি গুলিবিদ্ধ হন৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর শনিবার রাত ১১টার দিকে তিনি মারা যান৷

লাইভ টিভি
বিষয়সমাজ সংস্কৃতি
বিজ্ঞাপনঃ

অস্ত্রধারীদের ভিডিও করায় ইচ্ছা কৃতভাবে সাংবাদিক হত্যা?

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের শরীরে শটগানের ৬২টি গুলির চিহ্ন পাওয়া গেছে৷ নিহতের ভাই প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলছেন, আওয়ামী লীগের দু পক্ষের সংঘর্ষের সময় অস্ত্রধারীদের ভিডিও করার কারণে মুজাক্কিরকে হত্যা করা হয়েছে৷

ময়না তদন্তের প্রতিবেদনে তার মুখ, গলা ও বুকে শটগানের গুলি লাগার কথা বলা হয়েছে৷ ডান বুকে লেগে গুলি ফুসফুসে গিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে৷ ময়না তদন্তকারী ডা. সোহেল মাহমুদ বলেন, ‘‘শটগানের ৬২টি গুলির চিহ্ন পেয়েছি৷ আমরা ছয়টি গুলি বের করেছি৷ এগুলো শটগানের ছোট জোট গুলি (পিলেট)৷’’ সুরতহাল প্রতিবেদনেও একই ধরনের কথা বলা হয়েছে৷ সেখানে বলা হয়, মুজাক্কিরকে সামনে থেকে গুলি করা হয়েছে৷
শহীদ সাংবাদিকের আত্ত্বার মাগফিরাত কামনা করে মহান রাব্বল আলামিনের কাছে প্রার্থনা তাকে জান্নাতবাসী করুন।
সে অল্প সময়ে অনেক অবদান রেখেগেছেন। তা সাংবাদিক সমাজের মাঝে আলোচিত।

এইভাবে সাংবাদিক হত্যা করে তারা ঘুরে বেড়াচ্ছে সরকারকে সদয় হবার আহ্বান। তাদের বিচার বাংলার জনগণ দেখতে চায়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার সফেন পরিবার উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি সাহাদাৎ হোসেন শাহিন। সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলামসহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button